ক্যাটাগরি: পুঁজিবাজার

তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসইর প্রধান সূচক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ কমে তিন বছরের বেশি বা ৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৯ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৫ দশমিক ৭৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৭১ পয়েন্টে। এর আগে ২০২১ সালের ৫ এপ্রিল ডিএসইর প্রধান সূচক সর্বনিম্ন কমে দাড়িয়েছিলো ৫ হাজার ১৭৭ পয়েন্টে।

এছাড়া, আজ ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১১২০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ৫২ পয়েন্ট কমে ১৮৩৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৫৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৬০ লাখ টাকা।

রবিবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৩টি কোম্পানির, বিপরীতে ৩৪০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার