ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক দরপতনের তালিকায় ‘এ’ ক্যাটাগরির আধিপত্য

বিদায়ী সপ্তাহে (২ জুন-৬ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ২০৪টির শেয়ারদর কমেছে। এর মধ্যে টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টিই শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহে সর্বোচ্চ দরপতন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১৩ দশমিক ৯৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ১৪০ টাকা ৬০ পয়সা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ২৮ শতাংশ। আর শেয়ারের দাম ১২ দশমিক ৫০ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইফিউশনের ১১.০৫ শতাংশ, রহিম টেক্সটাইলের ১০.০৯ শতাংশ, এনসিসি ব্যাংকের ৯.৭৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৯.৩০ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৯.২০ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের ৯.১৪ শতাংশ এবং ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯.০৩ শতাংশ শেয়ার দর কমেছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার