ক্যাটাগরি: আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গতকাল বেড়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৫৭ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৭৮ ডলার ৯৮ সেন্ট। অন্যদিকে গতকাল মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় ৬২ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৭৪ ডলার ৬৯ সেন্টে।

উল্লেখ্য, রয়টার্সের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদহার কমাতে পারে এমনটা মনে করছেন প্রায় দুই-তৃতীয়াংশ অর্থনীতিবিদ।

এদিকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আরো কমানোর সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক প্লাস। প্রত্যাশার চেয়ে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়া, শীর্ষ আমদানিকারক চীনে নিম্নমুখী চাহিদা, দীর্ঘদিন ধরে পশ্চিমা অর্থনীতিতে উচ্চ সুদহার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তে মূল প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে।

শেয়ার করুন:-
শেয়ার