ক্যাটাগরি: পুঁজিবাজার

শেয়ারবাজারে লেনদেন বাড়লো ১৫ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ জুন থেকে ৬ জুন) গড় লেনদেন ১৫ শতাংশের বেশি বেড়েছে। তবে এ সময় ডিএসইর মূলধন কমেছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। সেই সঙ্গে কমেছে ডিএসইর সবকটি সূচক।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৬০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৭৫ শতাংশ বা ৬১৪ কোটি ৫৬ লাখ টাকা।

তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৪৭৭ কোটি ৯০ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৮ হাজার ৯২২ কোটি ৯ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৩৮ শতাংশ বা ২ হাজার ৪৪৪ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৫৮ কোটি ২ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫০ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩০৭ কোটি ২৮ লাখ টাকা।

আলোচ্য সপ্তাহে ডিএসইর সবকটি সূচকও কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৪ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ। এছাড়া ডিএসইএস সূচক কমেছে ৬ দশমিক ৯৪ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক কমেছে ১৬ দশমিক ৮৬ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ২০৪টির এবং ২২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার