ক্যাটাগরি: আন্তর্জাতিক

চার মাসের মধ্যে সর্বোচ্চ ভারতের পাম অয়েল আমদানি

ভারতে বেড়েছে পাম অয়েল আমদানি। গত মাসে দেশটিতে এ ভোজ্যতেল আমদানি গত মাসের তুলনায় ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময় ভারত মোট ৭ লাখ ৬৯ হাজার টন পাম অয়েল আমদানি করে, যা গত জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। খবর বিজনেস রেকর্ডার।

এ বিষয়ে উদ্ভিজ্জ তেলের ব্রোকার কোম্পানি সানভিন গ্রুপের সিইও সন্দীপ বাজোরিয়া বলেন, ভারতের পাম অয়েল আমদানির এ ঊর্ধ্বমুখী ধারা জুনেও বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দেশটি প্রায় ৭ লাখ ৫০ হাজার টন পাম অয়েল আমদানি করতে পারে। বিশ্বের সর্ববৃহৎ উদ্ভিজ্জ তেল আমদানিকারক ভারত। দেশটির পাম অয়েল আমদানির এ ঊর্ধ্বমুখী ধারা ফিউচার মার্কেটে মালয়েশিয়ান পাম অয়েলের দামে প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যসংশ্লিষ্টরা।

এদিকে আন্তর্জাতিক বাজারে গতকাল পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় কমেছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে অন্যান্য ভোজ্যতেল ও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে নিম্নমুখী ধারা পাম অয়েলের দাম কমার পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল আগস্ট সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ১৩৬ রিঙ্গিত বা ৩ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এতে টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪০ রিঙ্গিতে (৮৩৯ ডলার ৭৩ সেন্ট)। অন্যদিকে ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে গতকাল পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কমেছে।

মে মাসে ভারতের সূর্যমুখী তেলের আমদানিও বেড়েছে। দেশটিতে এ ভোজ্যতেলের আমদানি গত মাসের তুলনায় ৭৪ শতাংশ বেড়ে ৪ লাখ ৮ হাজার টনে পৌঁছেছে। মে মাসে পাম অয়েল ও সূর্যমুখী তেলের উচ্চ আমদানির কারণে ভারতের মোট ভোজ্যতেল আমদানির পরিমাণ গত মাসের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি মোট আমদানি করেছে ১ কোটি ৫৫ লাখ টন।

অন্যদিকে মে মাসে ভারতের সয়াবিন আমদানি আগের মাসের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ কমে ৩ লাখ ২২ হাজার টনে নেমেছে।

ভারত প্রধানত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে পাম অয়েল আমদানি করে থাকে। এছাড়া দেশটি আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া ও ইউক্রেন থেকে সয়াবিন এবং সূর্যমুখী তেল আমদানি করে থাকে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার