ক্যাটাগরি: পুঁজিবাজার

ব্যবসার পরিধি বাড়াবে পেপার প্রসেসিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের বোর্ড সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম বহুমুখীকরণের মাধ্যমে ব্যবসার পরিধি বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (০৫ জুন) কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সম্প্রসারিত ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে প্যাকেজিং পেপার উৎপাদন, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, পেপার কনভার্টিং, হাউজিং ও রিয়েল এস্টেট, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় ও আন্তর্জাতিক টেন্ডার, আমদানি ও রপ্তানি এবং ট্রেডিং ব্যবসা অর্ন্তভুক্ত করা হয়েছে।

কাফি

শেয়ার করুন:-
FacebookFacebookXXWhatsappWhatsappFacebook MessengerFacebook MessengerTelegramTelegram
AddThis Website Tools
শেয়ার