এক হাজার ৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির উদ্যোগে দিনব্যাপী ‘জাল নোট সনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুন রংপুরের একটি স্থানীয় মিলনায়তনে এ কর্মশালাটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিন। এসময় রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মো. গোলাম মহিউদ্দিন সরকার এবং যুগ্মপরিচালক (ক্যাশ) মো. আব্দুল মতিন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির হেড কারেন্সী ম্যানেজমেন্ট উইলিয়াম চৌধুরী ও রংপুর শাখা ব্যবস্থাপক মাহমুদা বেগম।
উক্ত কর্মশালায় ব্যাংকের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন শাখা-উপশাখার প্রায় শতাধিক কর্মীরা অংশগ্রহণ করেন।