সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৯৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (৫ জুন) এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর ৪ দশমিক ৪৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জাহিন স্পিনিং লিমিটেড।
বুধবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রগ্রতি ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স।
অর্থসংবাদ/এমআই