ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে গত দিনের তুলনায় টাকার অংকে কমেছে লেনদেনের পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৫ জুন) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ২১ পয়েন্ট কমে এবং ডিএস-৩০ সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৩৫ ও ১৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩৮১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯৩ কোটি ৩ লাখ টাকা।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৭টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৭টির এবং শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

শেয়ার করুন:-
শেয়ার