৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ। গতকাল (৫ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষর্দের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
তথ্য মতে, সাব-অর্ডিনেটেড এ বন্ডের বৈশিষ্ট্য- এটি রূপান্তর অযোগ্য। এর মেয়াদ সাত বছর। এ বন্ড প্রাইভেট প্লেসমেন্টে ইস্যুর মাধ্যমে ব্যাংকটির মূলধনের পরিমাণ বাড়ানো হবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর এ বন্ড ইস্যুর বিষয়টি চূড়ান্ত হবে।
এমআই