শেয়ারবাজারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গৌতম আদানির আদানি গ্রুপের প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরও বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। তবে ফল ঘোষণা শুরুর পর থেকেই পরিস্থিতি বদলে গেছে। এতে দেখা যায়, নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট জয় পেলেও ফলাফল তাদের প্রত্যাশামাফিক হচ্ছে না। ফলে গতকাল সারা দিনে ভারতের শেয়ারবাজারে ব্যাপক ধসের মধ্য দিয়ে গেছে আদানি গ্রুপের প্রতিষ্ঠানগুলোর শেয়ারমূল্য।
ইকোনমিক টাইমসে প্রকাশিত এক হিসাব অনুযায়ী, ভারতের শেয়ারবাজারে গতকাল আদানি গ্রুপের ১০ প্রতিষ্ঠানের বাজার মূলধন কমেছে প্রায় ৩ লাখ কোটি রুপি (গতকালের বিনিময় হার অনুযায়ী ৩ হাজার ৫০০ কোটি ডলারের বেশি)।
নগদ অর্থপ্রবাহ ও বিনিয়োগের রিটার্নের দিক থেকে গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আদানি পোর্টস। আবার গতকাল এ প্রতিষ্ঠানেরই শেয়ারদরে পতনের হার ছিল সবচেয়ে বেশি। ভারতীয় শেয়ারবাজারে গতকাল আদানি পোর্টসের শেয়ারমূল্য কমেছে ২০ শতাংশ। আদানি এনার্জি সলিউশনসের শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৮০ শতাংশ। আদানি পাওয়ার ও অম্বুজা সিমেন্টের কমেছে যথাক্রমে ১৯ দশমিক ৭৬ ও ১৯ দশমিক ২০ শতাংশ। আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজের শেয়ারমূল্যে পতন হয়েছে ১৯ দশমিক ১৩ শতাংশ।
এছাড়া বাজারে আদানি টোটাল গ্যাসের শেয়ারদরে ১৮ দশমিক ৫৫ শতাংশ, আদানি গ্রিন এনার্জির ১৮ দশমিক ৩১, এনডিটিভির ১৫ দশমিক ৬৫, এসিসির ১৪ দশমিক ৪৯ ও আদানি উইলমারের শেয়ারদরে ৯ দশমিক ৮১ শতাংশ পতন হয়েছে।
আদানির প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরে ব্যাপক পতনের ধারাবাহিকতায় গতকাল ভারতের শেয়ারবাজার সূচকও ব্যাপক নিম্নমুখিতার মধ্য দিয়ে গেছে। গতকাল ৩০-শেয়ার বিএসই সেনসেক্সের পতন হয়েছে ৪ হাজার ১৩১ দশমিক ৪৪ পয়েন্ট বা ৫ দশমিক ৪০ শতাংশ। নিফটি সূচকের পতন হয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ বা ১ হাজার ২৬৩ দশমিক ৩ শতাংশ।
এমআই