সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। আজ মঙ্গলবার সকালে সংসদ ভবনের অফিসে তারা সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের পক্ষে। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেখানে শান্তি আসবে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এ সমস্যা বা সংকটের সমাধান সম্ভব।
এ কে আব্দুল মোমেন আরও বলেন, বঙ্গবন্ধু আজীবন ফিলিস্তিনের পক্ষে ছিলেন। তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই নীতিতে বিশ্বাসী। আমাদের পররাষ্ট্রনীতিও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।
এসময় ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থনের জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।