ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে এইচ.আর টেক্সটাইল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৮১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এইচ.আর টেক্সটাইল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৪ জুন) ডিএসইতে এইচ.আর টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭২ শতাংশ।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, বিবিএস ক্যাবলস, আমান ফিড, দেশবন্ধু পলিমার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার