অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আরো কমানোর সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক প্লাস। রোববার এক বৈঠকে সংস্থাটির সদস্যদেশগুলো এ সিদ্ধান্তে সম্মত হয়। প্রত্যাশার চেয়ে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়া, শীর্ষ আমদানিকারক চীনে নিম্নমুখী চাহিদা, দীর্ঘদিন ধরে পশ্চিমা অর্থনীতিতে উচ্চ সুদহার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তে মূল প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।
ওপেক প্লাসের বৈঠকে আগেকার বিভিন্ন উত্তোলন হ্রাসের ঘোষণার মেয়াদ বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে ২০২৩ সালের এপ্রিলের এক ঘোষণায় দৈনিক উত্তোলন সাড়ে ১৬ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এ সিদ্ধান্তের মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।
একইভাবে গত নভেম্বরে ঘোষিত দৈনিক ২২ লাখ ব্যারেল হ্রাসের আরেক ঘোষণারও মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত ৩৬ লাখ ৬০ হাজার ব্যারেল উত্তোলন হ্রাসের আরেকটি সিদ্ধান্তের বাস্তবায়নও ২০২৫ সাল পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে ওপেক প্লাস জোট দৈনিক ৫৮ লাখ ৬০ হাজার ব্যারেল উত্তোলন কমিয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আগস্টে সরবরাহ চুক্তিতে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আগের দিনের তুলনায় ১৯ সেন্ট কমেছে। ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৮০ দশমিক ৯২ ডলার। অন্যদিকে গতকাল মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম (ডব্লিউটিআই) জুলাইয়ে সরবরাহ চুক্তিতে ২৩ সেন্ট কমেছে। ব্যারেলপ্রতি স্থির হয়েছে ৭৬ ডলার ৭৬ সেন্ট।
এমআই