পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির (টিজিটিডিসিএল) ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ ৩ হাজার ৯০৪ কোটি টাকা বেড়েছে। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৩ পর্যন্ত কোম্পানিটির সম্পদ পুনর্মূল্যায়ন করে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং জেডএ ক্যাপিটাল। নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে, তিতাস গ্যাসের স্থায়ী সম্পদ ৯৫৮ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ১৮৮ টাকা থেকে বেড়ে ৪৮৬২ কোটি ৬০ লাখ ৫৪ হাজার ৩২৯ টাকায় দাঁড়িয়েছে।
এতে গত বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির স্থায়ী সম্পদ বেড়েছে ৩৯০৪ কোটি ২৪ লাখ ৮০ হাজার ১৪০ টাকা।
এমআই