ক্যাটাগরি: আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

জাপানের মধ্যাঞ্চল ইশিকাওয়াতে কয়েক মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৩ জুন) ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং দ্বিতীয়টি ৪ দশমিক ৮ মাত্রার। তবে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কারণে স্থানীয় রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। তবে কিছু সময়ের পর আবার বেশির ভাগ রেল পরিষেবা চালু হয়।

এর আগে, গত জানুয়ারি মাসে দেশটির ইশিকাওয়া অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পে ২৪১ জনের মৃত্যুর তথ্য জানা যায়।

উল্লেখ্য, জাপানে ভূমিকম্প নিত্যদিনের ঘটনা। দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে থাকে।

শেয়ার করুন:-
শেয়ার