পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংকের ৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশসহ মোট পাঁচটি এজেন্ডা অনুমোদন হয়।
অন্য এজেন্ডাগুলো হলো—আলোচিত সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুমোদন, পরিচালক মনোনয়ন ও নির্বাচন, নিরীক্ষক পুনঃনিয়োগ ও সম্মানি। এ ছাড়া কোম্পানির করপোরেট গভর্ন্যান্স এজেন্ডা অনুমোদন হয়।
এজিএমের সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এ কে আজাদ। ডিজিটাল প্লাটফর্মের এ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, মিসেস তাহেরা ফারুক, মিসেস জেবুন নাহার, ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কেএএম মাজেদুর রহমান, নাসির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, কোম্পানি সচিব মো. আবুল বাশার সহ সাধারণ শেয়ারহোল্ডাররা।
এসএম