ক্যাটাগরি: পুঁজিবাজার

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ৪৬ শতাংশ

বিদায়ী সপ্তাহে (২৬মে-৩০ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ১১৫টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ইউনিট দর আগের সপ্তাহের তুলনায় ৪৬ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১২ টাকায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারদর বেড়েছে ৩৫ দশমিক ৩৪ শতাংশ। আর ২৫ দশমিক ১৩ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে খুলনা প্রিন্টিং।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে হামি ইন্ডাস্ট্রিজের ১৭ দশমিক ৬৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ১৭ দশমিক ১৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৬ দশমিক ২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ১৩ দশমিক ৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৬৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১১ দশমিক ১৬ শতাংশ এবং তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের ১১ দশমিক ১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার