ক্যাটাগরি: জাতীয়

ঘূর্ণিঝড়ে বিদ্যুতে প্রাথমিক ক্ষয়ক্ষতি শতকোটি টাকার বেশি

ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে বিদ্যুৎ বিতরণকারী দুটি কোম্পানির আওতায় প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে ১০৮ কোটি টাকার মতো। এর মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) আর্থিক ক্ষতি ১০৩ কোটি ৩৩ লাখ আর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ক্ষতি পাঁচ কোটি ৭৭ লাখ।

বৃহস্পতিবার (৩০ মে) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৭ মে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় প্রাথমিক হিসাব অনুযায়ী ১০৩ কোটি ৩৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।একইসঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রাহকদের সিংহভাগই বিদ্যুৎ পুনঃসংযোগের আওতায় এসেছে।

বৃহস্পতিবার দুপুর ১২ পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, রেমালের প্রভাবে পল্লী বিদ্যুতের বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ছিল ৩ কোটি তিন লাখ ৯ হাজার ৭০২ জন। এরমধ্যে পুনঃসংযোগ পেয়েছে ২ কোটি ৯৩ লাখ ৮৭ হাজার ২০৭ টি। পুনঃসংযোগের হার ৯৭ শতাংশ।পুনঃসংযোগের অপেক্ষায় রয়েছে ৯ লাখ ২২ হাজার ৪৯৫টি।

সংযোগ পুনরায় স্থাপনে আরইবির কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদারসহ মোট ২১ হাজারের বেশি লোকবল মাঠে কাজ করছে। সন্ধ্যায় ৯৯ শতাংশ পল্লী বিদ্যুতের গ্রাহক পুনঃসংযোগে ফিরবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রেমেলের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বড় অংশে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওজোপাডিকোর বড় সংখ্যক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিতরণ কোম্পানিটির আওতায় প্রাথমিক আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল পাঁচ কোটি ৭৭ লাখ টাকার কিছু বেশি।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার