ক্যাটাগরি: অন্যান্য

তামার দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে

আন্তর্জাতিক বাজারে তামার দাম বেড়েছে। শীর্ষ ভোক্তা দেশ চীনে ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বিশ্বব্যাপী এ ধাতব পণ্যের দাম বেড়েছে।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১০ হাজার ৫৫৬ ডলার ৫০ সেন্টে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৭২৯ ডলার ৮১ সেন্টে (৮৫ হাজার ২০ ইউয়ান)।

নির্মাণ খাত সমৃদ্ধিতে সম্প্রতি বেশকিছু পদক্ষেপ নিয়েছে চীন। তাই এ খাতকে সমর্থনে দেশটিতে তামার চাহিদার সম্ভাবনা বেড়েছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তন রোধের অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে জোর দিচ্ছে বর্তমান বিশ্ব। ফলে এ খাতে অপরিহার্য ধাতু তামার চাহিদা লাফিয়ে বাড়ছে।

এছাড়া ধাতুটিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্বাস্থ্যের অন্যতম নির্দেশক হিসেবে ধরা হয়। বৈদ্যুতিক উপকরণ ও শিল্প খাতের যন্ত্রাংশ তৈরিতে ধাতুটির ব্যবহার ব্যাপক। বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির আভাসও তামার চাহিদা বৃদ্ধিতে বড় প্রভাব রাখছে।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে গতকাল অ্যালুমিনিয়ামের দামও আগের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৭৪০ ডলার। নিকেলের দাম দশমিক ২ শতাংশ বেড়ে ২০ হাজার ৫০০ ডলারে দাঁড়িয়েছে। দস্তার দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ১২৪ ডলার। টিনের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি টনের মূল্য ৩৩ হাজার ১৫০ ডলারে পৌঁছেছে। সিসার দাম দশমিক ৩ শতাংশ বেড়ে ২ হাজার ৩৩৭ ডলার হয়েছে।

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি টনের মূল্য ২১ হাজার ৩৭৫ ইউয়ান হয়েছে। দস্তার দাম বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২৫ হাজার ২৩৫ ইউয়ানে। সিসার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে ১৮ হাজার ৯৪৫ ইউয়ান হয়েছে। টিনের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ২ লাখ ৮১ হাজার ৪৭০ ইউয়ানে পৌঁছেছে। অন্যদিকে এ বাজারে নিকেলের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি টনের মূল্য ১ লাখ ৫৪ হাজার ৭৩০ ইউয়ানে নেমেছে।

শেয়ার করুন:-
শেয়ার