ক্যাটাগরি: আন্তর্জাতিক

মালয়েশিয়ান পাম অয়েলের দাম ঊর্ধ্বমুখী

ফিউচার মার্কেটে মালয়েশিয়ান পাম অয়েলের দাম টানা দুই দফায় নিম্নমুখী থাকার পর আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ ও যুক্তরাষ্ট্রে শিকাগো বোর্ড অব ট্রেডে অন্যান্য ভোজ্যতেলের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা এ পণ্যের দাম বাড়ার পেছনে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে। এছাড়া বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাম অয়েলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বাজার বিশ্লেষকরা।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল আগস্টে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ৪৩ রিঙ্গিত বা ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ফলে প্রতি টনে মূল্য স্থির হয়েছে ৪ হাজার ৩ রিঙ্গিত বা ৮৫১ ডলার ৮৮ সেন্টে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।

কার্গো সার্ভেয়ার ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস ও স্বাধীন পর্যবেক্ষক কোম্পানি অ্যাম্পস্পেক এগ্রি মালয়েশিয়ার দেয়া তথ্যানুযায়ী, চলতি মাসে মালয়েশিয়ান পাম অয়েল রফতানি গত মাসের তুলনায় ২ দশমিক ৪ থেকে ৩ দশমিক ১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। গত মাসে মালয়েশিয়ান পাম অয়েল রফতানির পরিমাণ ছিল ৯ লাখ ৩১ হাজার ৯৩৮ টন। চলতি মাসে তা বেড়ে ৯ লাখ ৪৯ হাজার ৪৫১ টনে পৌঁছতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন:-
শেয়ার