ক্যাটাগরি: আন্তর্জাতিক

চীনের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো আইএমএফ

চলতি বছর চীনে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, ২০২৪ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ শতাংশ। তবে ২০২৫ সাল নাগাদ তা কিছুটা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমে যেতে পারে। খবর রয়টার্স।

বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে চীন। ফলে পুরো বছরের পূর্বাভাস সংশোধন করেছে আইএমএফ। এর আগে ৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। তবে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়া এবং উৎপাদনে ধীরগতির বিস্তৃতির কারণে ২০২৯ সাল নাগাদ দেশটির প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

চলতি বছরে চীনের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৫ শতাংশ। তবে বছরের প্রথম প্রান্তিকে ৫ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি দেখা গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে। ফলে চীন নিজেদের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে দীর্ঘমেয়াদে জিডিপি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা। কেননা দেশটিতে মূল্যসংকোচনের পরিমাণ দিন দিন বাড়ছে। আবাসন খাতও খারাপ সময় পার করছে। এর প্রভাব পড়ছে বিনিয়োগকারী, ভোক্তা ও ব্যবসায়ীদের ওপর। তবে দেশটি এ সংকট কাটিয়ে উঠতে পদক্ষেপ নিচ্ছে। এপ্রিল নাগাদ বিভিন্ন অর্থনৈতিক সূচকে উন্নতিও করেছে চীন। এতে স্বল্পমেয়াদে সংকট কাটিয়ে উঠতে পারে দেশটি।

তবে দীর্ঘমেয়াদে তা কতটা টেকসই হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। কেননা ২০২২ সালের ডিসেম্বরের পর সবচেয়ে ধীরগতিতে খুচরা মূল্য বাড়ছে। অন্যদিকে, নতুন নির্মিত বাড়ির দাম নয় বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে কমেছে। আইএমএফ এ বছর চীনে গড়ে প্রায় ১ শতাংশ মূল মুদ্রাস্ফীতি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার