ক্যাটাগরি: পুঁজিবাজার

ব্লকে ৪২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৩৮টি কোম্পানির মোট ৪২ কোটি ৮০ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ মে) ব্লকে সবচেয়ে বেশি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার টাকা আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজের। আজ কোম্পানিটির ২ কোটি ৪ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসআরএম লিমিটেডের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার, ফাইন ফুডসের ১ কোটি ৭৪ লাখ ৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৭২ লাখ ৩৫ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৫৯ লাখ ১৭ হাজার টাকার এবং বিচ হ্যাচারি লিমিটেডের ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার