ক্যাটাগরি: রাজধানী

দূষিত বাতাসে শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার অবস্থান কত?

বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তবে এ তালিকায় আজ ১০৫ স্কোর নিয়ে ১১তম নম্বরে অবস্থান করছে ঢাকা। এই স্কোর বাতাসের মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে।

এদিকে, আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পাকিস্তানের লাহোরের বাতাস। ২৫৮ একিউইআই স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে উঠেছে শহরটি। ১৮৯ একিউআই স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। আর ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে চীনের উহান।

এছাড়া, ১৬৮ স্কোর নিয়ে কঙ্গোর কিনশাসা চতুর্থ ও ১৫৭ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

মূলত একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। তার নীচে থাকা বায়ুকে ভালো বলা হয়।

অন্যদিকে, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার