ক্যাটাগরি: খেলাধুলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বাতিল

বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। টেক্সাসের ডালাসে বৈরী আবহাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় আজ রাত ৯-৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি।

বাংলাদেশ সময় রাত ৮টার একটু আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার কারণে অবকাঠামোর যে অবস্থা, এরপর ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে।

ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, ডালাসসহ উত্তর ও মধ্য টেক্সাসের ২১টি কাউন্টিতে বজ্রপাতসহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সকাল ৯টা থেকে কিছু জায়গায় হঠাৎ বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে ডালাস পুলিশ সবাইকে অতিরিক্ত সতর্কও হতে বলেছে রাস্তা ব্যবহারের ক্ষেত্রে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে এর আগে টেক্সাসেরই হিউস্টনে তিন ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ, যেটি হেরেছে ২-১ ব্যবধানে। যে দিন দল গিয়ে হিউস্টনে পৌঁছায়, সে দিনও আবহাওয়া বেশ প্রতিকূল ছিল। হিউস্টনের মাঠটিতে বিশ্বকাপের কোনো খেলা হবে না। তবে ডালাসের এ মাঠে আছে মূল টুর্নামেন্টেরও ম্যাচ। আগামী ৮ জুন এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ।

বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলার কথা আছে আরেকটি ম্যাচ। আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সে ম্যাচের প্রতিপক্ষ ভারত।

গ্রুপ ‘ডি’তে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে আছে বাংলাদেশ।

শেয়ার করুন:-
শেয়ার