ক্যাটাগরি: সারাদেশ

বান্দরবানে সেতু দেবে রুমা-থানচি সড়কে যান চলাচল বন্ধ

ভারী বৃষ্টির কারণে বেইলি বেইলি সেতুর গাইড ওয়াল দেবে গিয়ে বান্দরবান জেলা সদরের সঙ্গে চিম্বুক পাহাড়, রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকালে বান্দরবান থেকে আনুমানিক ছয় কিলোমিটার দূরে রুমা-থানচি সড়কে ফারুক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মিলনছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিন্দু চাকমা জানান।

তিনি বলেন, ভারি বৃষ্টির কারণে মিলনছড়ি ক্যাম্প ও লাইমী পাড়ার মাঝামাঝি বেইলি ব্রিজের দক্ষিণ পাশের একাংশ দেবে যাওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। উভয় দিকে অনেক গাড়ি আটকে পড়েছে।

থানচি বাস মালিক সমিতির লাইন ম্যান সাহাব উদ্দীন বলেন, ওই ব্রিজের গাইড ওয়াল ভেঙে গিয়ে এক পাশ দেবে যাওয়ায় যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে রুমা-থানচিতে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা যায়, দেবে যাওয়া পুরোনো বেইলি সেতু মেরামতের কাজ শেষ করতে পাঁচ-ছয় দিন সময় লাগতে পারে। এ সময়ে সেতুর দুই পাশ থেকে বাস চালু করা হতে পারে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার