ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে ইনডেক্স এগ্রো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ২৭৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২৭ মে)ইনডেক্স এগ্রোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ০৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এবি ব্যাংক পিএলসি।

সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামসের ৮ দশমিক ৭৯ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮ দশমিক ৭৭ শতাংশ, সিলভা ফার্মার ৮ দশমিক ১৮ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ০৮ শতাংশ, বে-লিজিংয়ের ৮ দশমিক ০৫ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৭ দশমিক ৮১ শতাংশ এবং ওয়াইম্যাক্সের ৭ দশমিক ৭২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার