ক্যাটাগরি: জাতীয়

দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে সোমবার (২৭ মে) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

মেট্রোরেল সূত্র জানায়, মেট্রোরেল চলার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়। তাই সোমবার সকাল সাতটা থেকে ৯টা পর্যন্ত মেট্রোরেলে যাত্রী পরিবহন বন্ধ ছিল। এসময় মেট্রো স্টেশনে যাওয়া সব যাত্রী ফিরে গেছেন।

এর আগে গত শনিবার (২৫ মে) সিগন্যালিং সিস্টেম ফেল করায় ১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। যার ফলে এই সময়টা মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়।

শেয়ার করুন:-
শেয়ার