ক্যাটাগরি: জাতীয়

এমপিদের পছন্দে বিটিভির প্রতিনিধি নিয়োগ চায় সংসদীয় কমিটি

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের সুপারিশকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে বিটিভির প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে আজকের বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ৮টি জেলায় বিটিভির সংবাদ প্রতিনিধি নিয়োগের কার্যক্রম গত ২১ জানুয়ারি শেষ হয়। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের ভেরিফিকেশন প্রতিবেদন সাপেক্ষে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

এখন অবসর ও মৃত্যুজনিত সমস্যায় আরও আটটি জেলায় বিটিভির জেলা প্রতিনিধি নিয়োগের কার্যক্রম চলছে। জেলা প্রতিনিধি নিয়োগের জন্য বিদ্যমান নীতিমালা অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের মধ্য থেকে দক্ষতা, অভিজ্ঞতা, সুনাম বিবেচনা করা হবে। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে পাঁচ সদস্যের কমিটির সুপারিশ এবং পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন সাপেক্ষে নিয়োগ দেওয়া হবে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হবে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিটিভির জেলা প্রতিনিধিদের নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের সুপারিশকে প্রাধান্য দেওয়ার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বিটিভির প্রতিনিধিদের খোঁজখবর নেওয়ার জন্য জেলা প্রশাসনের কার্যালয়ে চিঠি দেওয়া এবং তাঁদের জন্য ক্যামেরা সরবরাহ করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মুহম্মদ শফিকুর রহমান, আলী আজম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এবং মো. আবদুচ ছালাম বৈঠকে অংশ নেন।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার