ক্যাটাগরি: জাতীয়

রাজনৈতিক বিরোধ দূর করার ক্ষমতা কমিশনের নেই: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আমরা চাই সব দল নির্বাচনে আসুক, সব দল অংশগ্রহণ করুক। কিন্তু দলগুলোর মধ্যে রাজনৈতিক বিরোধ দূর করার ক্ষমতা কমিশনের নেই। তিনি বলেন, দেশে ৪৪টি নিবন্ধিত দল আছে। প্রত্যেকটি দলের স্বাধীনতা রয়েছে নির্বাচন করা না করার বিষয়ে। আমি একটি দল করি, আমার দল নির্বাচন করবে কি না, এটা নিতান্তই ওই দলের ব্যক্তিগত স্বাধীনতা, ওনাদের দলীয় স্বাধীনতা।

রোববার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি রাশেদা বলেন, আমরা কমিশন সবসময় চাই, সব দল নির্বাচনে আসুক, সব দল অংশগ্রহণ করুক। কিন্তু দলের এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, একটা রাজনৈতিক বিরোধ তৈরি হয়ে গেছে, এটা দূর করার মতো ক্ষমতা, এখতিয়ার কোনোটাই কমিশনের হাতে দেওয়া নেই। সংবিধান বা নির্বাচনী আইন কোনোটাতেই এই ক্ষমতা দেওয়া নেই যে, তাদের ডাকেন, বসেন, একটা মধ্যস্থতা করে দিয়ে সমস্যাগুলো সমাধান করেন। এটা করে দেওয়ার কোনো সুযোগই কমিশনের হাতে নেই। এটা রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ এবং রাজনৈতিকভাবেই এটার সমাধান করতে হবে। আমাদের কোনো সুযোগ নাই।

তিনি আরও বলেন, আমরা সবসময় আহ্বান জানাচ্ছি। আমরা তাদের বিভিন্নভাবে জাতীয় নির্বাচনে ডেকেছি যে, আপনারা আসেন, আমাদের সাথে বসেন, এককাপ চা খান, আমরা বসে দেখি কী হয়েছে, আমাদের কাছে বলেন। আমরা ডাকছি, কিন্তু ওনারা আসছেন না। আমরা যে নোটিশ করে ওনাদের বসাবো- এটি করার কোনো সুযোগ, কোনো ক্ষমতা, কোনো এখতিয়ার আইন আমাদের দেয়নি। এ কারণে এ জায়গায় আমরা আর আগাতে পারছি না। কেউ যদি নির্বাচনে আসতে চান, মোস্ট ওয়েলকাম। নিবন্ধিত দল যারা নির্বাচনে আসবেন, অবশ্যই তারা আসবেন। আমাদের কোনো বাধা নেই। আসুক, আমরা অবশ্যই তাদের ওয়েলকাম জানাব। এটাই হলো সোজা কথা।

রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্রার্থী প্রমুখ।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার