নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা কাউকে ছাড় দেব না। আমরা কাউকে চিনি না। আমরা শুধু চিনি সুষ্ঠু নির্বাচন। কেউ যদি সুষ্ঠু নির্বাচনে ব্যতিক্রম ঘটাতে চায় তাকে আইনের আওতায় আনা হবে।
শনিবার (২৫ মে) বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনো সংসদ সদস্য বা প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনকে দুর্বল ভেবে কেউ বল প্রয়োগ করার চেষ্টা করবেন না। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা।
এমআই