ক্যাটাগরি: জাতীয়

এমপি আনার খুনের তদন্তে ভারত যাবে ডিবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্তে ভারতে যাচ্ছেন ডিবিপ্রধান হারুন অর রশীদসহ তিন সদস্যের একটি দল। আজ শনিবার (২৫ মে) হারুন নিজেই তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত এই কমিশনার বলেন, আনার হত্যাকাণ্ডের তদন্তে পশ্চিমবঙ্গ সিআইডির চার সদস্যের একটি দল এখন বাংলাদেশে অবস্থান করছে। তারা তদন্ত শেষ করলেই ডিবি টিম ভারতে যাবে।

হারুন অর রশীদ বলেন, হত্যাকাণ্ডের মোটিভ অনেকগুলো হতে পারে। পূর্ব শত্রুতার জেরে, আর্থিক লেনদেন সংক্রান্ত এবং রাজনীতিক বিষয়ও থাকতে পারে।

উল্লেখ্য গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার