বিদায়ী সপ্তাহে (১৯ মে-২৩ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৮৬ কোম্পানির মধ্যে ৩৩৮টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তবে আলোচ্য সপ্তাহে দরপতনের তালিকায় ‘এ’ ক্যাটাগরি কোম্পানির আধ্যিকতা দেখা গিয়েছে। এসময় কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪৯ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে সোনালী আঁশের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ২৯৮ টাকা ৪০ পয়সা বা ৪৯ দশমিক ৭২ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৩০১ টাকা ৮০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এপেক্স ফুডসের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৩৫ শতাংশ। আর শেয়ারের দাম ১১ দশমিক ২৭ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিডি ল্যাম্পস।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১১ দশমিক ২৫ শতাংশ, ই-জেনারেশনের ১১ দশমিক ২৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১১ দশমিক ২৪ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ১৮ শতাংশ, আরামিট লিমিটেডের ১১ দশমিক ১৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১১ দশমিক ১৬ শতাংশ এবং এইচআর টেক্সটাইল লিমিটেডের ১১ দশমিক ১৫ শতাংশ শেয়ার দর কমেছে।
অর্থসংবাদ/কাফি