ক্যাটাগরি: আন্তর্জাতিক

বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৫ শতাংশ কমেছে

চলতি বছরের এপ্রিলে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কমেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন (ওয়ার্ল্ড স্টিল)।

ওয়ার্ল্ড স্টিলের প্রতিবেদন অনুসারে, গত বছরের এপ্রিলে বিশ্বব্যাপী মোট ১৬ কোটি ৪০ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল। কিন্তু চলতি বছরের এপ্রিলে ধাতুটির উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কমে ১৫ কোটি ৫৭ লাখ টনে দাঁড়িয়েছে, যা ১১ মাসের মধ্যে সর্বনিম্ন।

ওয়ার্ল্ড স্টিলের পর্যবেক্ষণ অনুযায়ী, করোনা-পরবর্তী মন্দা ভাব ও দুই বছর ধরে ধারাবাহিকভাবে নিম্নমুখী থাকার পর অবশেষে বাড়তে শুরু করেছে ইস্পাতের চাহিদা। চলতি বছর ধাতুটির বৈশ্বিক চাহিদা আগের বছরের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১৭৯ কোটি ৩০ লাখ টনে পৌঁছতে পারে। ২০২৫ সালেও চাহিদা বৃদ্ধির এ হার অব্যাহত থাকবে।

চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক ও ব্যবহারকারী দেশ। সেখানে লম্বা সময় ধরে আবাসন খাতে টালমাটাল পরিস্থিতি ইস্পাত খাতের জন্য চ্যালেঞ্জ বয়ে এনেছে। দেশটিতে চাহিদা ও উৎপাদন অনেকটা কমে গেছে। ওয়ার্ল্ড স্টিলের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটিতে ইস্পাতের মোট উৎপাদন এক বছর আগের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ কমে ৮ কোটি ৫৯ লাখ টনে নেমে গেছে।

এ বছর ধাতুটির বৈশ্বিক চাহিদা বৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করছে ভারত। দেশটিতে চাহিদার পাশাপাশি উৎপাদনও বাড়ছে। চলতি বছরের এপ্রিলে ভারতের ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি মোট ১ কোটি ২১ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে। এছাড়া ভারত সরকার সম্প্রতি ইস্পাত শিল্পের জন্য উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। ২০৪৭ সালের মধ্যে বছরে ৫০ কোটি টন ইস্পাত উৎপাদনের সক্ষমতা তৈরির পরিকল্পনা রয়েছে দেশটির।

স্টিলমিন্ট ইন্ডিয়ার দেয়া তথ্যমতে, ভারতে ইস্পাতের চাহিদা বছরে ৭ শতাংশ হারে বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। ২০৩০ সাল নাগাদ দেশটিতে ইস্পাতের চাহিদা দাঁড়াতে পারে ১৯ কোটি টনে।

অন্যদিকে জাপানে এপ্রিলে ধাতুটির উৎপাদন গত বছরের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কমে ৭১ লাখ টনে দাঁড়িয়েছে।

এপ্রিলে যুক্তরাষ্ট্রেও অপরিশোধিত ইস্পাতের উৎপাদন কমেছে। এ সময় দেশটি মোট ৬৭ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের থেকে ২ দশমিক ৮ শতাংশ কম। রাশিয়ায় একই সময়ে ইস্পাতের উৎপাদন ৫ দশমিক ৭ শতাংশ কমে ৬২ লাখ টনে নেমেছে।

বিশ্বের সপ্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ তুরস্ক। দেশটিতে চলতি বছরের এপ্রিলে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ২৭ লাখ টনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ড স্টিলের প্রতিবেদন অনুসারে জানুয়ারি-এপ্রিল পর্যন্ত চার মাসে বিশ্বের ৭১টি দেশ মোট ৬২ কোটি ৫৪ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৯ শতাংশ কম।

শেয়ার করুন:-
শেয়ার