সমাপ্ত ২০২৩ হিসাববছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এখনো সম্মতি পায়নি পুঁজিবাজারে ব্যাংকখাতে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য এবি ব্যাংক ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। কিন্তু বোনাস লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি দেয়নি বিএসইসি।
আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে।
এমআই