সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ৩১৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ মে) ইউনিলিভারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬৮ টাকা ২০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এপেক্স ফুডসের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ক্যাবলস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সোনালী আঁশ, কোহিনূর কেমিক্যাল, অগ্নি সিস্টেমস, বিচ হ্যাচারি এবং জেমিনি সি ফুড লিমিটেড।
অর্থসংবাদ/এমআই