ক্যাটাগরি: অর্থনীতি

মোংলা বন্দরের রাজস্ব আদায় বেড়েছে ৪ কোটি টাকা

বাগেরহাটের মোংলা বন্দর দিয়ে কনটেইনারবাহী জাহাজ ও কার্গো হ্যান্ডলিং বেড়েছে। এতে চলতি বছরের এপ্রিল মাসে বন্দরটির রাজস্ব আদায় বেশি হয়েছে ৪ কোটি ২ লাখ টাকা। মোংলা বন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এপ্রিলে মোংলা বন্দরে ৬৩টি জাহাজ আসে। গত বছরের একই মাসে এসেছিল ৫২টি। তার মানে গত মাসে ১১টি জাহাজ বেশি এসেছে। অন্যদিকে গত মাসে ৮টি কনটেইনারবাহী জাহাজ এসেছে মোংলায়।

মোংলা বন্দর দিয়ে গত মাসে ৬ লাখ ৩৭ হাজার টন কার্গো পণ্য পরিবহন হয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৭০ হাজার টন বেশি। এ ছাড়া গত মাসে ২ হাজার ১৮৯টি কনটেইনার পরিবহন করা হয়েছে বন্দরটিতে। গত বছরের একই মাসে পরিবহন হয় ১ হাজার ৮২২টি কনটেইনার। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছরের এপ্রিলে কনটেইনার পরিবহন বেশি হয়েছে ৩৬৭টি।

গত মাসে ২৪ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা রাজস্ব আদায় করেছে মোংলা বন্দর। গত বছরের এপ্রিলে রাজস্ব আদায় হয়েছিল ২০ কোটি ১২ লাখ ৬১ হাজার টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এবার রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪ কোটি ২ লাখ টাকা।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বন্দরটিতে ৭২৬টি জাহাজ এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭০৮টি জাহাজ। মঙ্গলবার বন্দরের জেটিতে একসঙ্গে তিনটিসহ মোট পাঁচটি জাহাজ এসেছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার