ক্যাটাগরি: আন্তর্জাতিক

ভারতের তুলা রপ্তানি বাড়বে ২৭ শতাংশ

ভারতের ২০২৩-২৪ উৎপাদন মৌসুমে তুলা রপ্তানি আগের মৌসুমের তুলনায় ২৭ শতাংশ বাড়ার পূর্বাভাস মিলেছে। কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএআই) সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়। খবর দ্য ইকোনমিক টাইমস।

সিএআই জানায়, গত বছরের অক্টোবরে ২০২৩-২৪ উৎপাদন মৌসুম শুরু হয়েছে। মৌসুম শেষ হবে চলতি বছরের সেপ্টেম্বরে। এ মৌসুমে তুলা রফতানির পরিমাণ দাঁড়াবে ২৮ লাখ বেলে (প্রতি বেলে ১৭০ কেজি)। গত মৌসুমে যা ছিল ২২ লাখ টন।

সিএআই জানায়, চলতি মৌসুমে ভারতে ৩ কোটি ৯ লাখ ৭০ হাজার বেল তুলা উৎপাদন হতে পারে। গত মাসেও একই পূর্বাভাস দিয়েছিল অ্যাসোসিয়েশন। তবে গত মৌসুমের তুলনায় এবার উৎপাদন কমে আসবে বলেও জানানো হয়েছে। রফতানির পাশাপাশি পণ্যটির আমদানি গত মৌসুমের তুলনায় ৭ লাখ ৯০ হাজার টন বাড়ার পূর্বাভাসও দিয়েছে সিএআই।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার