ক্যাটাগরি: আন্তর্জাতিক

ভিয়েতনামের রাষ্ট্রপতি হলেন পুলিশ কর্মকর্তা

ভিয়েতনামের সংসদ দেশটির রাষ্ট্রপতি হিসেবে পুলিশমন্ত্রী তো লামকে নির্বাচিত করেছে। বুধবার (২২ মে) তিনি এ শীর্ষ পদে আসীন হন।

৬৬ বছর বয়সী তো লাম গত সপ্তাহে কমিউনিস্ট পার্টির মনোনয়ন পান। নির্বাচিত হওয়ার পর লাম আইনপ্রণেতাদের বলেন, তিনি দৃঢ়তার সঙ্গে অটল থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন।

ভিয়েতনামের রাষ্ট্রপতি সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী হন। যদিও দেশটিতে রাষ্ট্রপতিসহ চারটি শীর্ষস্থানীয় পদ রয়েছে। অন্যরা হলেন দলের প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকার। তাদের ‘ফোর পিলারস’ বলা হয়।

ক্যানবেরার অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স একাডেমির এমিরেটাস প্রফেসর ও ভিয়েতনাম বিশেষজ্ঞ কার্ল থেয়ার বলেছেন, লাম নির্বাচিত হওয়ার পর দেশটির রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে বলে আশা করা যায়।

তিনি আরো বলেন, ফোর পিলার্সের একজন হিসেবে লাম তার অবস্থানকে দলের সাধারণ সম্পাদক হওয়ার পথে একটি পদক্ষেপ হিসেবে ব্যবহার করতে পারেন।

শেয়ার করুন:-
শেয়ার