ক্যাটাগরি: জাতীয়

সারাদেশে ৫১ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিদপ্তরের

ঢাকাসহ সারাদেশে অভিযান চালিয়ে ৫১ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছে সরকারি এই তদারকি সংস্থাটি।

মঙ্গলবার (২১ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এতে বলা হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলায় খুচরা, পাইকারি, আড়ত ও রিফাইনারি পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ঢাকা মহানগরীতে অধিদপ্তরের পাঁচটি টিম বাজার তদারকি করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ২২টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সারাদেশে ২৬টি টিম কর্তৃক বাজার তদারকির মাধ্যমে ৫১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন:-
শেয়ার