বিসিএস প্রিলিমিনারির ফল ১৫ দিনেই প্রকাশের আশা পিএসসির

৪৬তম বিসিএসে প্রিলিমিনারির ফল প্রকাশে চমক দেখিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি। এবার মাত্র ৯ কর্মদিবসেই ফলাফল প্রকাশ করে সংস্থাটি। তবে এই কার্যক্রমকে মডেল ধরে আগামীতে ফল প্রকাশের প্রত্যয় জানিয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান।

জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, এখন থেকে ১৫ দিনের মধ্যেই প্রিলির ফল প্রকাশ করবে পিএসসি। কেননা, আমরা দেখেছি আন্তরিকতা নিয়ে কাজ করলে এটি করা সম্ভব। এর বেশি সময় লাগার কোনো কারণ নেই।

তিনি বলেন, যদি কোনো দুর্যোগ ঘটে বা সিস্টেম ফল করে, তাহলে কিছু করার থাকে না। অন্যথায় ফল দিতে বেশি সময় নেওয়ার কারণ নেই। প্রিলির ফল দ্রুত দিয়েই আমরা ১৫ দিনের গ্যাপ দিয়ে আবার লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করব। এভাবে দ্রুত বিসিএসের সময় কমিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা হয়েছে ২৬ ডিসেম্বর আর ফল প্রকাশ হয়েছে ৯ মে। প্রিলিমিনারির ফল প্রকাশে এটাই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) রেকর্ড। এর আগে কোনো বিসিএসে এত দ্রুত ফল প্রকাশ করতে পারেনি পিএসসি।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার