ক্যাটাগরি: পুঁজিবাজার

দরপতনের শীর্ষে তিন কোম্পানি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ৩৪৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন সমপরিমাণ দরপতন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে তিন কোম্পানি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমপরিমাণ শেয়ারদর হারানো তিনটি কোম্পানি হলো- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। রোববার (১৯ মে) দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩০ পয়সা বা ৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওয়ালটন, মনোস্পুল পেপার, জিকিউ বলপেন, ওরিয়ন ইনফিউশন, মেঘনা লাইফ, রানার অটো এবং কোহিনূর কেমিক্যাল লিমিটেড।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার