এসএসসির ফল পুনঃনিরীক্ষার সময় শেষ হচ্ছে আজ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গত রোববার (১২ মে) প্রকাশ হয়েছে। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবে। আজ রোববার (১৯ মে) এ প্রক্রিয়া শেষ হচ্ছে।

গত ১২ মে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর ফল পুনঃনিরীক্ষণ শুরু হবে ১৩ মে থেকে এবং চলবে ১৯ মে পর্যন্ত। রোববার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার গণমাধ্যমকে জানান, পুনঃনিরীক্ষণের সময় বাড়ানো হবে না।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার