ক্যাটাগরি: পুঁজিবাজার

তিন শতাধিক কোম্পানির দরপতনে সূচক কমলো ৫৮ পয়েন্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০১টির শেয়ারদর কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৮ পয়েন্টের বেশি কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৫ মে) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫২৭ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, দর কমেছে ৩০১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার