ক্যাটাগরি: আন্তর্জাতিক

ফ্রান্সে অ্যামাজনের আরও ১৩০ কোটি ডলার বিনিয়োগ

ফ্রান্সে চলমান বিনিয়োগ কার্যক্রমের সঙ্গে আরও ১৩০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করতে যাচ্ছে অ্যামাজন। এর মাধ্যমে স্থানীয় বাজারে তিন হাজারের বেশি স্থায়ী কর্মসংস্থান যোগ করবে বৈশ্বিক জায়ান্টটি। খবর রয়টার্স।

অ্যামাজন এক বিবৃতিতে নতুন বিনিয়োগের উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) বিনিয়োগ ফ্রান্সের বিকাশমান জেনারেটিভ এআই পরিষেবাকে সমৃদ্ধ করবে। এর মাধ্যমে প্যারিস এলাকায় ক্লাউড অবকাঠামোর সক্ষমতা বাড়াবে। এছাড়া সম্প্রসারণ হবে আলপস অঞ্চলের লজিস্টিক অবকাঠামো।

অ্যামাজন ২০১০ সাল থেকে ফরাসি কার্যক্রমে ২ হাজার কোটি ইউরোর বেশি বিনিয়োগ করেছে। ক্লাউড ও অনলাইন খুচরা ব্যবসায় ২২ হাজারের বেশি স্থায়ী কর্মী নিয়োগও দিয়েছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার