চলতি বছরের প্রথম চার মাসে চীনে প্রাকৃতিক গ্যাস আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের শুল্ক বিভাগ। দেশটির প্রাকৃতিক গ্যাস আমদানি বাড়ার পেছনে বিশ্বব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এনএলজির) দাম কমে যাওয়ার ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেকরা। খবর আরটি।
চীনের শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশ চলতি বছরের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত মোট ৪ কোটি ৩০ লাখ টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটির প্রাকৃতিক গ্যাস আমদানির ২০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এর মধ্যে শুধু এপ্রিলেই ১ কোটি ৩ লাখ টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে চীন।
প্রতিবেদনে চীনের শুল্ক বিভাগ আরো জানায়, এ সময়ের মধ্যে প্রাকৃতিক গ্যাসের গড় আমদানি মূল্য ১৫ শতাংশ কমেছে। জানুয়ারি-এপ্রিল পর্যন্ত মোট ২ হাজার ১০০ কোটি ডলারেরও বেশি প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে চীন। দেশটি সাধারণত পাইপলাইনের মাধ্যমে এ গ্যাস আমদানি করে। কিন্তু চলতি বছরের প্রথম চার মাসে দেশটি কোন মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি চীনের শুল্ক বিভাগ।
এমআই