ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের সঙ্গে লেনদেন কমেছে শেয়ারবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এইক সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৩ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৬৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১২৪১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৬২ পয়েন্ট কমে ২০১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৯৬৮ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৫টি কোম্পানির, বিপরীতে ২২১ কোম্পানির দর কমেছে। আর ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার