ক্যাটাগরি: পুঁজিবাজার

লাভেলোর শেয়ারদর বেড়েছে ২৩৬ শতাংশ, নেই মূল্য সংবেদনশীল তথ্য

পুঁজিবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। গত সাড়ে তিন মাস একাধারে বেড়েই চলেছে কোম্পানিটির শেয়ারদর। এতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ২৩৫ শতাংশের বেশি। তবে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই তালিকাভুক্ত এ কোম্পানির কাছে।

স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ডিএসই সূত্রে, গত ২৯ জানুয়ারি লাভেলো আইসক্রিমের শেয়ারদর ছিলো ২৯ টাকা ৮০ পয়সা। আর গতকাল রবিবার (১২ মে) কোম্পানিটির শেয়ার দর ১০০ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ ৬৫ কার্যদিবস বা প্রায় সাড়ে তিন মাসে শেয়ারটির দর বেড়েছে ৭০ টাকা ৫০ পয়সা।

এরআগেও, গত ২০ ফেব্রুয়ারি লাভেলো আইসক্রিমের শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ডিএসই। তখন ডিএসইর নোটিসের জবাবে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায় কোম্পানিটি।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার