ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ জন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। নতুন রোগীর মধ্যে ১৭ জন ভর্তি হয়েছে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে চারজন এবং সিলেট বিভাগে তিনজন ভর্তি হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪৬০ জন। এর মধ্যে মারা গেছে ২৯ জন। দেশের বিভিন্ন হাসপাতালে গতকাল সকাল পর্যন্ত ১৪০ জন চিকিৎসা নিচ্ছিল। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিল ৬২ জন; ঢাকার বাইরে ছিল ৭৮ জন।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, প্রান হারায় তিনজন। মার্চে আক্রান্ত ৩১১ জন এবং মৃত্যু হয় পাঁচজনের। এপ্রিলে আক্রান্ত হয় ৫০৪ জন, যাদের মধ্যে মারা যায় দুইজন। মে মাসের প্রথম ১২ দিনে ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে পাঁচজনের।
এমআই