বিদায়ী সপ্তাহে (০৫ মে-০৯ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। তবে আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেনের তালিকায় ‘এ’ ক্যাটাগরি কোম্পানির আধ্যিকতা দেখা গিয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ন্যাশনাল ব্যাংকের লেনদেন হয়েছে ১২৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৬ টাকা ৬০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির লেনদেন হয়েছে ৮২ কোটি ৮৮ লাখ টাকা। আর ৩৩ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে লাভেলো আইস্ক্রিম।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ৩০ কোটি ৭০ লাখ টাকা, সোনালী আঁশের ২১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ৯ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৯ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা, সি পার্ল হোটেলের ৭ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা, রেনেটার ৬ কোটি ৪৯ লাখ টাকা এবং পূবালী ব্যাংকের ৪ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি